রনি নিউজ টিভি ২৪ ডেস্ক : ১০০ শয্যা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের উপর হা'ম'লা'র অভিযোগে জরুরী সেবা ছাড়া সব সেবা বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। অভিযুক্তদের গ্ৰেফতার ও বিচারের সম্মুখীন না করা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 



হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার সকাল ১১ টার দিকে শারমিন নামে এক রোগী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হন। এসময় রোগীর ভর্তি ফাইল নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডায় জরায় রোগীর স্বজনরা। বাকবিতন্ডার এক পর্যায়ে চিকিৎসক ও কর্মচারীদের উপর লাঠি সোটা নিয়ে হা'ম'লা চালায় রোগীর স্বজনরা। হা'ম'লা'য় এক চিকিৎসক সহ অন্তত ৪ জন আ'হ'ত হয়েছেন বলে অভিযোগ করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে হাসপাতালে জরুরী সভা করে দোষীদের গ্ৰেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্ম বিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন চিকিৎসকরা। 


খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে সেনা সদস্যরা।